রাশিয়ার সেনাদের বাখমুত থেকে হটিয়ে দিতে কাউন্টার অফেন্সিভ চালাবে ইউক্রেন। শহরটির বড় অংশই এখন রাশিয়ার দখলে। ন্যাটোর আশঙ্কা, আগামী কয়েক দিনেই গোটা শহরটি দখল করে নেবে রাশিয়া। তবে এরইমধ্যে বাখমুত পুনরুদ্ধারের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। যত দ্রুত সম্ভব তারা এই শহর থেকে রাশিয়াকে হটিয়ে দিতে চায়। এ খবর দিয়েছে স্পুটনিক।
খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রাইভেট মিলিটারি কোম্পানি ওয়াগনারের প্রধান ইয়েজেনি প্রিগোজিনও ইউক্রেনের কাউন্টার অফেন্সিভের বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই। মঙ্গলবার গণমাধ্যমের কাছে ওয়াগনার প্রধান বলেন, ইউক্রেনীয় সেনারা যে এখন প্রস্তুতি নিচ্ছে তা একেবারে ১০০ শতাংশ নিশ্চিত তিনি। ভবিষ্যতে কীভাবে বাখমুত পুনরুদ্ধারের চেষ্টা করবে ইউক্রেন তাও বর্ণনা করেন প্রিগোজিন।
তিনি বলেন, চারটি ভাগে ভাগ হয়ে ইউক্রেন বাখমুতে হামলা চালাবে। রাশিয়ার সামরিক বাহিনীর যে ফ্ল্যাংক রয়েছে তাতে আক্রমণ করতে দুটি কন্টিনজেন্ট।
আর অপর দুটি কনটিনজেন্টসের কাজ হবে বাখমুত শহরের মধ্যে থাকা ওয়াগনার সেনাদের বিভক্ত করে ফেলা। প্রিগোজিন বলেন, তারা অবশ্যই ওয়াগনারের সেনাদের অবস্থানকে দুই ভাগ করে ফেলার চেষ্টা করবে। এভাবে তারা বাখমুতে ওয়াগনারের অর্জনকে শূন্য করে দিতে চাইবে।
প্রিগোজিন এমন সময় ইউক্রেনীয় কাউন্টার অফেন্সিভের কথা জানালেন যখন কিয়েভের শাসকরা বারবার বাখমুতের গুরুত্বের কথা উল্লেখ করে চলেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত কয়েক দিনে একাধিকবার বলেছেন, বাখমুতেই রাশিয়ার সেনাদের প্রতিহত করতে চান তিনি। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ভর করছে এটিসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোর ওপরে। এর আগে বাখমুতে ইউক্রেনের নতুন নতুন সেনা মোতায়েনের কথাও জানিয়েছিলেন প্রিগোজিন। যদিও রাশিয়া মনে করে, বাখমুতে ইউক্রেনের আর কোনো আশা নেই। শীগগিরই শহরটির বাকি অংশও তাদের দখলে চলে যাবে।