মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। এরই মধ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের জনপ্রিয়তা বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, বাইডেনকে ৫১ শতাংশ এবং ট্রাম্পকে ৪১ শতাংশ ভোটার সমর্থন করছেন।
ভোটাররা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চাইলে করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি এড়াতে পারতেন। কয়েক সপ্তাহ আগেও বাইডেন-ট্রাম্পের জনপ্রিয়তায় এত বেশি পার্থক্য ছিল না। এরই মধ্যে দুই থেকে তিন পয়েন্ট এগিয়ে গেছেন বাইডেন। জরিপে দেখা যায়, ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ এবং বাইডেনের পক্ষে আছেন ৫১ শতাংশ ভোটার। চার ভাগ তৃতীয় দলের প্রার্থীকে এবং বাকি চার ভাগ জানিয়েছেন, তারা এখনো সিদ্ধান্ত নেননি।
৬৫ শতাংশ আমেরিকানই করোনা ভাইরাস নিয়ে খুবই উদ্বিগ্ন। ডেমোক্র্যাটদের মধ্যে ১০ জনের মধ্যে ৯ জন এবং রিপাবলিকানদের মধ্যে ১০ জনে ৫ জন মনে করেন, ট্রাম্প যদি খুবই গুরুত্বের সঙ্গে নিতেন তাহলে এত মানুষকে মরতে হতো না। ৩৪ শতাংশ মানুষ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে সত্য কথা বলেছেন। ৫৫ শতাংশ জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এ ইস্যুতে মিথ্যা কথা বলেছেন।