Friday, March 29, 2024
spot_img
Homeআন্তর্জাতিকবাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রেসিডেন্ট

বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের প্রেসিডেন্ট

বাংলাদেশের জনগণকে বাংলায় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অভিনন্দনও জানান ভারতের প্রেসিডেন্ট।

বাংলায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে শুরুতে রামনাথ কোবিন্দ বলেন, নমস্কার, শুভসন্ধ্যা, আসসালামু আলাইকুম। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করেন। এ সময় তিনি বিদ্রোহী কবিতার কয়েক চরণ আবৃত্তি করেন।

সেই লাইনগুলো হলো-

‘মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না-
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments