Friday, July 26, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাংলাদেশ স্প্রিংবোর্ড গ্র্যান্ড পিচে চ্যাম্পিয়ন সেফপ্যাড

বাংলাদেশ স্প্রিংবোর্ড গ্র্যান্ড পিচে চ্যাম্পিয়ন সেফপ্যাড

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইয়ুথ কো-ল্যাব আয়োজিত চতুর্থ বাংলাদেশ স্প্রিংবোর্ড গ্র্যান্ড পিচ পর্বে ব্যাকটেরিয়া নিরোধক পুনর্ব্যবহারযোগ্য স্যানিটারি ন্যাপকিন ‘সেফপ্যাড’কে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রথম রানার্স আপ হয়েছে ই-বর্জ্য থেকে উৎপাদিত শক্তিতে চালিত ই-বাইক ‘বোরাক এনার্জিয়া’। আর দ্বিতীয় রানার্স আপ হয়েছে শূন্য বর্জ্য পরিবেশবান্ধব কমিউনিটি ‘পিসাইকেল’। রাজধানীর একটি অভিজাত হোটেলে রবিবার বিজয়ীদের নাম ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক। বিচারক প্যানেলের পক্ষে বক্তব্য দেন ম্যারিকো বাংলাদেশের পরিচালক মিসেস ক্রিস্টবেল র‌্যান্ডলফ, ইউএনডিপি বাংলাদেশের কৌশলগত উপদেষ্টা রাদওয়ান মুজিব সিদ্দিক এবং ক্লাইমেট ভালনারেবল ফোরাম প্রেসিডেন্সি অব বাংলাদেশের বিশেষ দূত আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনিডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি মো. আশিকুর রহমান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments