Sunday, October 1, 2023
spot_img
Homeজাতীয়বাংলাদেশ দূতকে ডেকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ দূতকে ডেকে পিটার হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জো বাইডেন প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা ডোনাল্ড লু।
সেগুনবাগিচা এবং ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের তরফে বৈঠকটি পূর্বনির্ধারিত ছিল বলে দাবি করা হয়েছে। এটাকে ঠিক ‘তলব’ বলতে চাইছে না ঢাকা। ওয়াশিংটন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। তবে দায়িত্বশীল কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে, সেই বৈঠক বা আলোচনায় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকার শাহীনবাগে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনাই ছিল মুখ্য আলোচ্য। বলতে গেলে ওই ইস্যুতেই দ্বিপক্ষীয় আলোচনা সীমাবদ্ধ ছিল।

সূত্র মতে, ১৫ ডিসেম্বর মধ্যাহ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তরে যান বাংলাদেশ দূত মোহাম্মদ ইমরান। সঙ্গে ছিলেন দূতাবাসের একাধিক কর্মকর্তা। কিছুক্ষণ অপেক্ষার পর স্টেট ডিপার্টমেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক মন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ দূত মোহাম্মদ ইমরানের সঙ্গে কথা বলেন।

উল্লেখ গত ১৪ ডিসেম্বর ঢাকায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে তার শাহীন বাগের বাসায় যান। সেখানে তিনি সরকার সমর্থকদের বাধার মুখে পড়েন। মায়ের কান্না নামের একটি সংগঠন তাকে একটি কাগজ দেয়াকে কেন্দ্র করে নিরাপত্তাহীনতায় তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। অতপর তিনি পররান্ত্র মন্ত্রণালয়ে গিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করে বিষয়টি অবহিত করলে তিনি উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। এ নিয়ে বিতর্কের ঝড় উঠে। এ নিয়ে গত বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনের সময় উপপ্রধান মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, পিটার হাসের ‘নিরাপত্তা উদ্বেগের’ কথা সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments