১, ২, ৩-বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড হোয়াইটওয়াশ! ওয়ানডে সিরিজে শেষ ম্যাচ জিতে ধবলধোলাই হওয়া এড়ানো বাংলাদেশ টি ২০ সিরিজে টানা তিন ম্যাচ জিতে ‘বাংলাওয়াশ’ করে ছাড়ল ক্রিকেটের জনকদের।
সোমবার মিরপুরে তৃতীয় ও শেষ টি ২০তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে নিজেদের সবচেয়ে নড়বড়ে সংস্করণে সবচেয়ে বড় সাফল্য নিশ্চিত করে সাকিব আল হাসানের দল। ক্রিকেটের প্রথাগত কোনো বড় দলকে এই প্রথম টি ২০তে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
এর আগে একবারই তিন ম্যাচের টি ২০ সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। ২০১২ সালে আয়ারল্যান্ডকে। সেটাই ছিল টি ২০তে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এর বাইরে ২০২০ সালে জিম্বাবুয়েকে এবং গত বছর সংযুক্ত আরব আমিরাতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
সব মিলিয়ে চতুর্থবার টি ২০তে প্রতিপক্ষকে ধবলধোলাই করল বাংলাদেশ। তিন সংস্করণ মিলিয়ে একাধিক ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে প্রতিপক্ষকে মোট ২৩ বার হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ১৬ বার ওয়ানডেতে, তিনবার টেস্টে ও চারবার টি ২০তে। ২৩টি হোয়াইটওয়াশের মধ্যে ১৬টি দেশের মাটিতে, সাতটি প্রতিপক্ষের মাঠে। অন্যদিকে টি ২০র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এই সংস্করণে মাত্র তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ হলো।
২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছিল তারা। এরপর ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। সাত বছর পর বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি ২০ সিরিজে আরেকবার ‘চুনকাম’ হতে হলো ইংলিশদের।