বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮৮ তম জন্ম বার্ষিকি উপলক্ষে নিউইয়র্কে ১৩ই অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র। অনুষ্ঠানে মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্যময় জীবনের উপর একটি প্রামাণ্য ডকুমেন্টারী ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হবে।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, ঢাকা থেকে জুম কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক ও মরহুম সাইফুর রহমানের জ্যেষ্টপুত্র সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাইদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও বিভিন্ন স্টেট থেকে সাইফুর রহমান স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ মরহুম এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ই অক্টোবর মৌলভীবাজারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর সিলেট থেকে সডক পথে ঢাকা যাওয়ার পথে ব্রাম্মনবাড়িয়ায় এক সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘ এক যুগেরও বেশী সময় বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেন।
১৩ই অক্টোবরের অনুষ্তিব্য জন্ম বার্ষিকির অনুষ্ঠানে সকলকে অংশ গ্রহণ করে অনুষ্ঠানকে সফল করে তোলার আহবান জানিয়েছেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র’র সভাপতি লায়েকুল হাসান তরফদার ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন।