Friday, September 22, 2023
spot_img
Homeখেলাধুলাবাংলাদেশের প্রথম ম্যাচ আজ

বাংলাদেশের প্রথম ম্যাচ আজ

এশিয়ান গেমস হকি বাছাইপর্ব

এশিয়ান গেমস হকির বাছাইপর্বে থাইল্যান্ডের ব্যাংককে আজ ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে সকাল ১০টায় (বাংলাদেশ সময়)।

বি-গ্রুপে বাংলাদেশের অপর দুই প্রতিপক্ষ শ্রীলংকা ও সিঙ্গাপুর। মার্চে এএইচএফ কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭-২ গোলে জয়ী লাল-সবুজ দল র‌্যাংকিংয়ে এগিয়ে। বাংলাদেশকে তাই সমীহ করছে ইন্দোনেশিয়া। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৩১তম, ইন্দোনেশিয়ার ৪৮।

বাংলাদেশ শুভসূচনা করতে চায়। ব্যাংকক থেকে অধিনায়ক রেজাউল করিম সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘আমরা এখানে এসেছি চ্যাম্পিয়ন হতে। প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। আমরা জিততে চাই। ইন্দোনেশিয়া র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও তারা অনুশীলনের মধ্যে রয়েছে, প্রস্তুতি ম্যাচও খেলেছে।’


RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments