Friday, March 24, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবাংলাদেশের আইসিটি বিভাগ ও ভারতের এমইআইটির মধ্যে সমঝোতা চুক্তি

বাংলাদেশের আইসিটি বিভাগ ও ভারতের এমইআইটির মধ্যে সমঝোতা চুক্তি

বাংলাদেশের আইসিটি বিভাগ এবং ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয়ের (এমইআইটি) মধ্যে দুইটি বর্ধিত সমঝোতা চুক্তি হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) নয়দিল্লিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মেয়াদ ৫ বছর। গত ৮ এপ্রিল থেকে এটি কার্যকর হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ভারতে চলমান রাইসিনা ডায়ালগের অংশগ্রহণকালে বাংলাদেশের পক্ষ হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মাদ ইমরান। ভারতের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন দেশটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সচিব কে রাজা রমন।
এ সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ভারতীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী আশওয়ানী বিষ্ণুসহ উভয় দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, তথ্যপ্রযুক্তির উন্নয়ন, বিকাশ ও নিচ্ছিদ্র সাইবার সুরক্ষায় উভয় দেশ প্রয়োজনীয় তথ্য ও প্রযুক্তি সেবা বিনিময়ের সঙ্গে সঙ্গে একটি সুপরিসর ফ্রেমওয়ার্ক তৈরি করবে। এছাড়াও সামনের দিনগুলোতে সাইবার ঝুঁকি মোকাবিলায় দক্ষতা উন্নয়নেও দুই দেশ একসঙ্গে নীতিমালা অনুযায়ী বেস্ট প্রাক্টিসগুলো নিয়ে কাজ করবে।

এদিকে প্রতিমন্ত্রী পলক ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রী আশওয়ানী বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা দুই দেশের পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশের বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সূত্র- বাসস

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments