Friday, July 26, 2024
spot_img
Homeখেলাধুলাবাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে মালয়েশিয়া

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে মালয়েশিয়া

যুতসই কাটছে না বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ বাছাই। টানা দুই পরাজয়ের পর মালয়েশিয়ার বিপক্ষেও হার সঙ্গী হলো লাল-সবুজদের। মঙ্গলবার বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে 4-1 গোলে হারিয়ে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে মালয়েশিয়া।
মালয়েশিয়ার বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামে ১৬তম মিনিটে স্পটকিক থেকে এগিয়ে যায় মালয়েশিয়া। ৩১তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সতীর্থের লম্বা থ্রো-ইন ডি-বক্সে পেয়ে ব্যাক হেড নেন রাকিব। গোলমুখে বল পেয়ে লক্ষ্যভেদ করতে ভুল করেননি ইব্রাহিম। আগের ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে একইরকমভাবে রাকিবের পাসে ম্যাচে সমতা টেনেছিলেন ইব্রাহিম।
গোলের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি হাভিয়ের কাবরেরার দলের। ৭ মিনিটের ব্যবধানে দিওন কুলসের গোলে ফের লিড নেয় মালয়েশিয়া। বিরতি থেকে ফিরেই স্কোরলাইন ৩-১ করেন অধিনায়ক শফিক আহমেদ। ৭৩তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ড্যারেন লক।
এই জয়ে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে এশিয়ান কাপের টিকিট পেয়েছে মালয়েশিয়া।
৯ বারের সাক্ষাতে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয়টি এসেছিল চল্লিশ বছর আগে। ১৯৮২ সালের ২৪শে নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। এরপর আরও কয়েকবার জয়ের সম্ভাবনা জাগিয়েও ২ বার ড্র এবং ছয়বার হেরেছে বাংলাদেশ। তবে কাবরেরার দলকে আশা দেখাচ্ছে দু’দলের মধ্যকার সর্বশেষ দুই লড়াইয়ের ফল। ২০১২ সালের ২০শে নভেম্বর প্রীতি ম্যাচে ১-১ গোলে ড্র করার পর ২০১৫ সালের ২৯শে আগস্ট সবশেষ প্রীতি ম্যাচটি হয়েছিল গোলশূন্য ড্র।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments