Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনবলিউডে আসছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার

বলিউডে আসছেন শচীনকন্যা সারা টেন্ডুলকার

এই মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন ভারতের ‘লিটল মাস্টার’ শচীন টেন্ডুলকারের মেয়ে সারা। কারণ, বলিউডে নাম লেখাতে চলেছেন সারা।

খবরটি শচীন বা সারার পক্ষ থেকে নিশ্চিত না করা হলেও ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এমনটিই জানিয়েছে।

বাবার মতো ক্রিকেট বা অন্য কোনো খেলা নয়; অভিনয়কে পেশা হিসেবে নিতে চান শচীনকন্যা। যদিও তার পড়াশোনার ক্ষেত্র চিকিৎসাবিদ্যায়। 

লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তবে ছোটবেলা থেকেই অভিনয়ে বেশ ঝোঁক ছিল তার।

সেই লক্ষ্যে মডেলিংয়ে যুক্ত হয়েছেন তিনি। জনপ্রিয় এক পোশাক ব্র্যান্ডের মডেল হিসেবে সবার নজর কেড়েছেন। সামকে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা যাবে সারাকে।

তার মডেলিংয়ে যুক্ত হওয়া ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা দেখে যে কারো বুঝতে বাকি নেই, সারা অভিনয়জগতে আসার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় সারা। তার নতুন নতুন ছবির অপেক্ষায় থাকেন হাজার হাজার অনুরাগী। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ দশমিক ৮ মিলিয়ন। বলিউডে অভিষেক ঘটলে এ সংখ্যা তর তর করে উপরে উঠবে নিশ্চিত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments