Friday, April 12, 2024
spot_img
Homeবিনোদনবলিউডের নতুন মুখ হৃতিকের বোন পাশমিনা!

বলিউডের নতুন মুখ হৃতিকের বোন পাশমিনা!

বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন হৃতিক রোশনের চাচাতো বোন পাশমিনা রোশন। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মাধ্যমে বলিউডে নাম লেখাবেন রাজেশ রোশনের কন্যা পাশমিনা। এই আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে এক পোস্ট করেন পাশমিনা। তিনি লেখেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি।

আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ। ’

অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন হৃতিক রোশন। এই অভিনেতা লেখেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত। ’ 

এর আগে ‘ইশক ভিশক’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে। প্রায় দুই দশক পর সিনেমাটির রিমেক হচ্ছে। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’।   

ইতোমধ্যেই সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়ালসহ অনেকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments