Wednesday, October 4, 2023
spot_img
Homeখেলাধুলাবর্ষসেরা কোচ স্কালোনি

বর্ষসেরা কোচ স্কালোনি

২০২২ সালে কোচিং ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য পান আর্জেন্টিনার লিওনেল স্কালোনি। স্বপ্নের মতো বছর কাটিয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্স (আইএফএফএইচএস) কর্তৃক বর্ষসেরা জাতীয় দলের কোচ নির্বাচিত হলেন স্কালোনি।

২০২২ সালের ২২শে জুন কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল ইতালি ফিনালিসিমায় মুখোমুখি হয়। ম্যাচটিতে আজ্জুরিতে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর কাতার বিশ্বকাপে ছন্দ দেখিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে আলবিসেলেস্তেরা। বিশ্বকাপের আগ পর্যন্ত টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল স্কালোনির দল। আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়, আইএফএফএইচএস জানিয়েছে, ২৪০ ভোট নিয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি। তালিকায় দুইয়ে থাকা ফরাসি কোচ দিদিয়ের দেশম পেয়েছেন ৪৫ ভোট। দেশমের অধীনেই কাতার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। তৃতীয় হয়েছেন বিশ্বকাপে চমক দেখানো দল মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগি। তার কোচিংয়ে প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ইতিহাস গড়ে মরক্কো।

৩০ ভোট পান রেগরাগি। সেরা তিনের পর যথাক্রমে রয়েছেন ক্রোয়েশিয়ার জøাটকো দালিচ, জাপানের হাজিমে মোরিয়াসু, নেদারল্যান্ডসের লুই ভ্যান গাল, যুক্তরাষ্ট্রের গ্রেগ বারহাল্টার, ব্রাজিলের তিতে এবং দক্ষিণ কোরিয়ার পাওলো বেন্তো।

গত সপ্তাহে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিক্সের হিসাবে ২০২২ সালের সেরা ফুটবলার নির্বাচিত হন লিওনেল মেসি। ২৭৫ পয়েন্ট নিয়ে সেরার খেতাব পান আর্জেন্টিনা অধিনায়ক। মাত্র ৩৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হন ফ্রান্সের বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় হন ফ্রান্সের সাবেক ফুটবলার করিম বেনজেমা। চারে থাকা ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদরিচের পয়েন্ট ১৫। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্দ ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম হন। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments