Sunday, June 16, 2024
spot_img
Homeবিচিত্রবরের বয়স ১০০, কনের ৯৬

বরের বয়স ১০০, কনের ৯৬

১০০ বছর বয়সে বিয়ে করে তাক লাগালেন প্রবীণ মার্কিন সেনা হ্যারোল্ড টেরেন্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ‘ডি ডে বীচ’-এ ৯৬ বছর বয়সি প্রেমিকা জিন সয়েলিনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি। শনিবার ঐতিহাসিক ৬ জুন এ বিয়ে সম্পন্ন হয়।

ফ্রান্সের নরমন্ডির ক্যারেন্টান-লেস-মারাইস টাউন হলে নব দম্পতি তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপন করেন।

এ বিয়ের পর যে রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করা হয় তাতে যোগ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিয়ের মাধ্যমে এই দুই প্রবীণ পুরুষ ও নারী আবারও প্রমাণ করলেন যে, প্রেম চিরন্তন। টেরেন্স বলেন, বিয়ের এ দিনটিকে আমার জীবনের সবচেয়ে সেরা দিন।

উৎফুল্ল কনে বলেন, জেনে রাখুন ভালবাসা কেবল তরুণ-তরুণীদের জন্যে নয়, আমরা আমাদের এ ছোট উদ্যোগের মাধ্যমে আমরা এখন প্রজাপতিতে পরিণত হয়েছি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments