Friday, June 9, 2023
spot_img
Homeজাতীয়বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩

দেশের বিভিন্ন এলাকায় বন্যার কারণে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল পর্যন্ত) অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে চারজন ময়মনসিংহ বিভাগের। মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে চারজন এবং আরেকজন অন্য কারণে মারা যান।

১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বন্যাকবলিত মোট ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টি, রংপুর বিভাগে ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোট এক হাজার ৮১৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং দুই হাজার ছয়টি মেডিক্যাল টিম বন্যার্ত মানুষজনকে বিভিন্ন স্বাস্থ্যসেবা দেয়ার কাজ করছে।
সূত্র : ইউএনবি

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments