Monday, May 29, 2023
spot_img
Homeবিনোদনবন্যার্তদের পাশে তারকারা

বন্যার্তদের পাশে তারকারা

সুনামগঞ্জ ও সিলেটের বন্যা এরইমধ্যে মারাত্মক আকার ধারণ করেছে। বিপর্যস্ত এ অবস্থায় অনেকেই সিলেট গিয়ে সরাসরি কিংবা প্রত্যক্ষভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নানাভাবে। ব্যতিক্রম নয় শোবিজও। এরইমধ্যে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন অনেক তারকা। পাশাপাশি যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তারা। এরমধ্যে দেশের শীর্ষ নায়ক শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে বন্যাদুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন। একটি তহবিলও গঠন করেছেন তিনি। সবাইকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন এ নায়ক। বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীত তারকা আসিফ আকবরও। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়েছি সাধ্যানুযায়ী বন্যার্তদের পাশে থাকবো।

আপনিও প্রস্তুত থাকুন। বেঁচে থাকার লড়াই চলবে। আল্লাহ ভরসা। অন্যদিকে এরইমধ্যে নিজেদের ফেসবুক পোস্টের মাধ্যমে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ ও দোয়া চেয়েছেন টিভি নাটকের জনপ্রিয় তারকা অপূর্ব, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, তৌসিফ মাহবুব প্রমুখ। এদিকে ১০-১২টা গরু কোরবানি এবার না দিয়ে সেই টাকা বানভাসি মানুষের সহায়তায় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। এদিকে তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাশরিফ গত ক’দিন যাবৎ সিলেটে অবস্থান করে সেখানকার অসহায় বন্যার্তদের সহায়তা করছেন। তিনি ও তার টিম এরইমধ্যে ১৬ লাখ টাকা জোগাড় করেছেন। সেই টাকা দিয়েই এখন তাশরিফ বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। তার ছবি ও ভিডিও এ গায়ক নিজের ফেসবুক পোস্টে নিয়মিত শেয়ার করছেন। এদিকে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সবাইকে এই দুর্যোগে সাধ্যমতো এসব বানভাসি মানুষের পাশে থাকার অনুরোধ করেছেন তিনি। এ ছাড়াও চলতি প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক তার সংগঠন ‘কলিজার গ্রাম’-এর মাধ্যমে বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছেন। বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন নায়ক বাপ্পি চৌধুরীও। এর বাইরেও মৌসুমী নাগ, মিষ্টি জান্নাত, সামিরা খান মাহি, অধরা খানসহ আরও বেশক’জন শিল্পী বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments