Friday, September 29, 2023
spot_img
Homeখেলাধুলাবড় জয়ে ফাইনালে এক পা ম্যানইউর

বড় জয়ে ফাইনালে এক পা ম্যানইউর

বিশ্বকাপে আর্জেন্টিনাকে নাস্তানাবুদ করা উট ভেঘোর্স্টের কথা মনে আছে? কোয়ার্টার ফাইনালে যার জোড়া গোলে হারতে বসেছিল লিওনেল মেসিরা। কাতারে ছন্দ দেখিয়ে সেই ডাচ ফরোয়ার্ড নজর কাড়েন ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রিমিয়ার লীগে এসে রেড ডেভিলদের হয়ে দু’টি ম্যাচ খেলেও ফেলেছেন তিনি। এবার ম্যানইউর জার্সিতে নিজের তৃতীয় ম্যাচে প্রথম গোলের দেখা পেলেন ভেঘোর্স্ট। বুধবার রাতে ইংলিশ লীগ কাপের ম্যাচে লক্ষ্যভেদ করেন তিনি। ভেঘোর্স্টের আগে এবং পরে একটি গোল করেন মার্কাস রাশফোর্ড ও ব্রুনো ফার্নান্দেজ। তিন তারকার যুগপৎ পারফরম্যান্সে লীগ কাপ সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারায় ইউনাইটেড।

নটিংহ্যামের মাঠ সিটি গ্রাউন্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোর পাসে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ইংলিশ লীগ কাপে ৪ ম্যাচ খেলে ৫ গোল করলেন তিনি। ৪৫তম মিনিটে ব্যবধান বাড়ান ভোঘোর্স্ট।

আর ৮৯তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ম্যানইউর পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। আগামী ১লা ফেব্রুয়ারি ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ লীগ কাপের দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেড।

স্বদেশি উট ভেঘোর্স্ট প্রথম গোল করায় খুশি ম্যানইউর ডাচ কোচ এরিক টেন হাগ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই গোলটি তার জন্য গুরুত্বপূর্ণ। এটি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। (আগের দুই ম্যাচে) ক্রিস্টাল প্যালেস এবং আর্সেনালের বিপক্ষেও ভালো খেলেছিল ভেঘোর্স্ট। বল প্রেসিং, টার্গেটে শট এবং মুভমেন্টে দুর্দান্ত সে। প্যালেসের বিপক্ষে ব্রুনোর (ফার্নান্দেজ) গোলের অংশ ছিল ও। আর্সেনালের বিপক্ষে রাশফোর্ডের গোলেও অবদান ছিল তার।’ 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments