Tuesday, July 16, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিবড়দিনে এপিকের পক্ষ থেকে ফ্রি ১৫ গেম

বড়দিনে এপিকের পক্ষ থেকে ফ্রি ১৫ গেম

শীর্ষস্থানীয় গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক বড়দিন উপলক্ষ্যে প্রতিবছরই ভিডিও গেমসে বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারেরও ব্যতিক্রম নয়। বিভিন্ন জনপ্রিয় টাইটেল বিশেষ ছাড়ের পাশাপাশি ১৫টি গেম বিনা খরচে দেবে প্রতিষ্ঠানটি।

ফ্রিতে দেওয়া ১৫টি গেমের মধ্যে প্রথম হিসাবে ‘শেনমু ৩’-এর নাম প্রকাশ করেছে কোম্পানিটি। কিকস্টার্টার থেকেই আলোড়ন সৃষ্টি করেছিল ‘শেনমু ৩’ গেমটি। আলোচিত এ গেমটির পাশাপাশি ১৪.৯৯ ডলারের বেশি দামের গেমে ১০ ডলার ছাড় দেবে এপিক।

‘শেনমু ৩’-এর পর কোন গেমগুলো বিনামূল্যেপাওয়া যাবে সে প্রসঙ্গে মুখ খোলেনি প্রতিষ্ঠানটি। এ প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র নিক চেস্টার। অর্থাৎ আগ্রহী গেমারকে প্রতিদিনই একবার করে নজর রাখতে হবে এপিকের স্টোরে।

পছন্দের গেমটি বিনা খরচে না পেলেও বড় ছাড়ে কেনার সুযোগ পাবেন আগ্রহী গেমাররা। এপিকের বড়দিনের কুপন ব্যবহার করে ১৪.৯৯ ডলারের বেশি দামের সব গেমে ১০ ডলার ছাড় পাবেন ক্রেতা। আর কতগুলো গেমের ওপর ওই কুপন প্রযোজ্য, সে ব্যাপারেও কোনো সীমাবদ্ধতা রাখেনি এপিক গেমস।

এপিক গেমসের এ বিশেষ ছাড়গুলো চলবে ৬ জানুয়ারি পর্যন্ত। বড়দিন উপলক্ষ্যে ফোর্টনাইট গেমারদের গেমের অভ্যন্তরীণ বিভিন্ন আইটেমও বিনা খরচে দেওয়া শুরু করেছে এপিক গেমস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments