Friday, March 29, 2024
spot_img
Homeবিনোদনবকুল ফুল 'ছোট পর্দায় যেন পূর্ণাঙ্গ সিনেমা'

বকুল ফুল ‘ছোট পর্দায় যেন পূর্ণাঙ্গ সিনেমা’

একদিন ডাকাতি করতে গিয়ে ডাকাত সরদার ময়নালের মনে হয় ডাকাতরাও সাধারণ মানুষের মতোই আবেগের বেড়াজালে আবদ্ধ। তাদেরও সুখ-দুঃখ আছে, হাসি-কান্না পায়, প্রেমও হয়- এরপর কাহিনি বিস্তৃত হয়েছে আরো নানা দিকে। এমন গল্প উঠে এসেছে বকুল ফুল নামের ওয়েব ফিল্মে ।

সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও মানসম্পন্ন গল্পের গভীরতানির্ভর ওয়েব ফিল্মের নাম বকুল ফুল। অন্তত এই ওয়েব ফিল্ম দেখা শেষ করেছেন এমন মানুষেরা বলছেন এ কথা। বকুল ফুলকে যিনি সৌরভ দিয়েছেন তিনি বাংলাদেশের অভিনয় জগতের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। বর্তমানে ওয়েব ফিল্মেও তিনি জনপ্রিয় মুখ। 

এই অভিনেতাকে এবার নতুন ওয়েব ফিল্ম ‘বকুল ফুল’-এ দেখা গেল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা। ‘বকুল ফুল’ গত ২ ডিসেম্বর) রাত ৮টায় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে।

‘বকুল ফুল’-এর পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘দীর্ঘদিনের ক্যারিয়ারে ওটিটি প্ল্যাটফর্মের জন্য এটি আমার প্রথম কাজ। আমি ও আমার পুরো টিম বেশ সময় নিয়ে বকুল ফুলের গল্প নিয়ে প্ল্যানিং করে আসছিলাম। দর্শক এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম-ভালোবাসা সব কিছুর ছোঁয়া পাবে।’ 

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি কালের কণ্ঠকে বলেন, ‘আমরা যেমন স্ট্রিমিং প্রত্যাশা করেছিলাম, ‘তার চেয়েও অনেক গুণ বেশি মানুষ বকুল ফুল দেখেছে, এখনো দেখছে। মানুষ অনেক দিন পর মোশাররফ করিমকে দেখল অন্য চেহারায়, হয়তো দর্শকদের আগ্রহের এটাও একটা কারণ। আর এটার প্রতিক্রিয়া কেমন তা জানতে হলে আমাদের ফেসবুক পেইজ খেয়াল করুন, দেখবেন কী পরিমাণ মানুষ বকুল ফুলের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছে।’

বকুল ফুল নিয়ে ফেসবুকের চলচ্চিত্রের গ্রুপগুলোতে আলোচনা-সমালোচনা হয়েছে। এটিকে পূর্ণাঙ্গ চলচ্চিত্র উল্লেখ করে অনেকেই বলছেন, ‘ছোট পরিসরে হলেও বকুল ফুল সিনেমার চেয়ে বড় পরিসরে কথা বলেছে।’ 

নজরুল নামের একজন সিনেমাপ্রেমী বলেছেন, ‘সহজ সাধারণ সিম্পল গল্প। জীবনঘনিষ্ঠ গল্পটা আমাকে স্পর্শ করেছে। মনে হলো- একটা চলচ্চিত্র দেখলাম। বকুল ফুল সবার দেখা উচিত, জীবনকে ভিন্ন দিক থেকে দেখিয়েছে বকুল ফুল; আবেগে আমি হেসেছি। কেঁদেছি।’

জানা গেছে, শরাফ আহমেদ জীবন পরিচালিত ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজের চতুর্থ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হচ্ছে ‘বকুল ফুল’। এতে আরো অভিনয় করেছেন হিন্দোল রায়, মাসুদ হারুন, শেখ মেরাজুল ইসলাম, হেদায়েত নান্নু, হাসনাত রিপন, তুহিন চৌধুরী, দিপক কর্মকার, শেখ স্বপ্না, শেরতাজ জেবিন, আরিয়ান।

‘বকুল ফুল’ আজ (২ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাচ্ছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিপশন কেনার মধ্য দিয়ে দেখা যাবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments