Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যবই মেলায় জমির হোসেনের ‌জীবনের যত গান 

বই মেলায় জমির হোসেনের ‌জীবনের যত গান 

অমর একুশে বই মেলায় প্রবাসী লেখক ও  সাংবাদিক জমির হোসেনের ‌’জীবনের যত গান’ প্রকাশিত হয়েছে। এবারের এই বইটি গীতিকাব্য দিয়ে সাজানো। 

দেশি ও বিদেশি পাঠকের জন্য ইংরেজি ও বাংলা ভাষায় করা হয়েছে। পরে ইতালিয়ান ভাষায় অনুবাদ করার পরিকল্পনা রয়েছে লেখকের। 

ফেলে আসা জীবনের অতীত,বর্তমান ও সমসাময়িক অনেক স্মৃতি  বইয়ে তুলে ধরেছেন লেখক। 

এ বিষয়ে লেখক জমির হোসেন বলেন,সুন্দর পরিচ্ছন্ন সমাজ বিনির্মানে সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই । আর বই পড়া তার-ই বড় একটি অংশ। পাশাপাশি একটি বই একজন মানুষকে পরিবর্তন করতে পারে খুব সহজে। 

অসৎ পথের উল্টো দিকে পথচলায়ও সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি বলেন,শত ব্যস্ত সময়ের ফাঁকে এক একটি লেখার আবিষ্কার। 

আশা করি পাঠকদের ভালো লাগবে। এছাড়া এই বইয়ের একটি কবিতা ইতোমধ্যে গানের জন্য রেকর্ডিং সম্পন্ন করা হয়েছে। 

খুব শিগগিরই তা অবমুক্ত করা হবে। রোমান্টিক ধাচের এ গানের সুর করেছেন তরুণ সুরকার মুরাদ নুর,সঙ্গীত আয়োজনে মুশফিক লিটু এবং গেয়েছেন শিল্পী রুনা বিক্রমপুরী। 

এর আগে ২০২০ সালে একুশের বই মেলায় জমির হোসেনের প্রবাসে মেঘ জোৎস্না নামক প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছে। পরিবার পাবলিকেশন্স থেকে প্রকাশিত “জীবনের যত গান” ৪২০-৪২১ নং স্টলে পাওয়া যাবে বলে লেখক জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments