Saturday, July 27, 2024
spot_img
Homeসাহিত্যবইমেলায় আসছে আদিল মাহমুদের ‘আবাবিল’

বইমেলায় আসছে আদিল মাহমুদের ‘আবাবিল’

অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে চৈতন্য প্রকাশন থেকে প্রকাশিত হচ্ছে তরুণ কবি ও অনুবাদক আদিল মাহমুদের কবিতার বই ‘আবাবিল’। বইয়ের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ। মুদ্রিত মূল্য ১৬০ টাকা। 

কাব্যগ্রন্থ সম্পর্কে আদিল মাহমুদ বলেন, ‘এখানে সমৃদ্ধ সাহিত্য কিংবা অজস্র জ্ঞানের কিছু নেই। আমার আগের কাব্যগ্রন্থগুলো যেমন এই বইও তার ব্যতিক্রম নয়। আমাদের সমাজচিত্র, মানুষের সাথে আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা, স্মৃতিকথা ও দিনলিপি মাত্র। এছাড়াও কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে ধর্ম, দেশের ঐতিহ্য, পরিবার, প্রেম, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালার চিহ্ন। সব নয়, কিছু, বাকিগুলো আমার কাছে থাক। অন্য কোনো কাব্যগ্রন্থে ইচ্ছে হলে লিখবো।’

কবি ও তার কবিতার বই সম্পর্কে কবি তমিজ উদ্দীন লোদী জানান, ‘কবিতায় আদিল মাহমুদের এষণা ও প্রতীতি আমাকে আশান্বিত করেছে। আবাবিল এ তার কবিতার চিত্রকল্প, বুনন, উপমা ও রূপকের অভিনবত্ব আমাকে মুগ্ধ করেছে। একইসাথে প্রতিকাশ্রয়ী ও নিহিতার্থনিষ্ঠ তার কবিতায় জড়িয়ে আছে আভ্যন্তর অভিজ্ঞান। ‘আমাদের প্রেমের ঐশ্বর্য/যেনো সুরা বাকারার বৈচিত্রের মতো সুন্দর।’ এই উপমা নতুন ও নিজস্বতায় ভাস্বর কিংবা যখন ভলোবাসার বিরহের তুলনা করে কবি লিখেন ‘যেভাবে কুরআন ভুলে যায়/তারাবি না পড়ানো হাফেজ।’ তখন বুঝতে অসুবিধা হয় না এ কবির স্বাতন্ত্র্য। তিনি নৈরাশবাদী নন, আশাবাদে উজ্জ্বল তার কবিতা। ‘আমার কোনো নি:সঙ্গতার ভয় নেই/হে জীবন, তুমি জানো না?’ এরকম অনেক উজ্জ্বল পরি উদাহরণ দেয়া যেতে পারে। তবে পাঠকের অনুসন্ধিৎসার উপর বাকিটা ছেড়ে দেয়া হলো।

তিনি আরও বলেন, ‘এটি কবির তৃতীয় কাব্যগ্রন্থ। যাত্রা সবেমাত্র শুরু হয়েছে বলা চলে। আমি তার মধ্যে অমিত শক্তির আভাস ও দ্রুতি লক্ষ করেছি। আগামি দিন হোক আদিলের আরো দাঢ্য ও রক্তমনির মতো দীপ্যমান।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments