Friday, September 22, 2023
spot_img
Homeখেলাধুলাফ্রেঞ্চ ওপেনের শেষ আটে দেখা হবে নাদাল-জকোভিচের

ফ্রেঞ্চ ওপেনের শেষ আটে দেখা হবে নাদাল-জকোভিচের

আগামী ২২ মে থেকে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন টেনিস। আসরের ড্র অনুসারে  কোয়ার্টারফাইনালেই দেখা হয়ে যাবে টেনিসের দুই মহারথী স্পেনের রাফায়েল নাদাল ও সার্বিয়ার নোভাক জকোভিচের। তাই শেষ আটে বিদায় নিতে হবে পঞ্চম বাছাই নাদাল ও শীর্ষ বাছাই জকোভিচের কাউকে।

শেষ আট পেরিয়ে গেলে সেমিফাইনালে কঠিন প্রতিপক্ষের মুখে পড়তে হবে নাদাল ও জকোভিচকে।

ড্র’তে দেখা যাচ্ছে, সেখানে থাকবেন ১৯ বছর বয়সী স্পেনের কার্লোস আলকারাজ। মাদ্রিদ ওপেনে নাদাল-জকোভিচকে হারিয়ে চমক দেখিয়েছিলেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনে আবারও এই দুই সেরার একজনকে প্রতিপক্ষ হিসেবে পাবেন ষষ্ঠ বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ। করোনা টিকা না দেয়ায় বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ। আর ২০২০ সালে শিরোপা জিতেছিলেন নাদাল। ফরাসি ওপেনে সবচেয়ে ১৩বার শিরোপা জিতেছেন নাদাল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments