বার্সেলোনার পারফরমেন্স আগে থেকেই ছিল পড়তির দিকে। ক্লাবটির সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ার পর অবস্থা আরো ভঙ্গুর। দুই মাসেরও বেশি সময় ধরে পিএসজিতে খেলছেন মেসি। এখনো নতুন ঠিকানায় ধাতস্থ হয়ে উঠতে পারেননি। প্রিয় বার্সেলোনায় থাকতে চেয়েছিলেন মেসি। রাজি হয়েছিলেন অর্ধেক বেতন কমানোর। বার্সেলোনার আর্থিক দৈন্যতা এতটাই ভঙ্গুর যে তাতেও ধরে রাখা যায়নি মেসিকে। চোখের জলে বার্সেলোনাকে বিদায় জানিয়ে প্যারিসে পাড়ি জমান আর্জেন্টাইন সুপারস্টার।সম্প্রতি বার্সেলোন সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছিলেন, তাদের ধারণা ছিল ফ্রিতেই বার্সেলোনায় খেলবেন মেসি।
তবে মেসি জানিয়েছেন, ফ্রিতে খেলার প্রস্তাব তাকে দেয়নি বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘ফ্রিতে খেলার বিষয়ে ক্লাবের সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। ক্লাবকে সহযোগিতা করার জন্য সবকিছুই করেছি। আমি অর্ধেক বেতন কমিয়েছিলাম। এটা আমার জন্য কোনো সমস্যা ছিল না।’ লা লিগার নিয়ম অনুযায়ী, বিনা বেতনে কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করার নিয়ম নেই।
দুই মাস হয়ে গেলো প্যারিসে নতুন জীবন শুরু করেছেন মেসি। বার্সেলোনা শহর, কাতালান ক্লাবটির ঘরের মাঠ ন্যু ক্যাম্পে মেসির যাতায়াত ছিল নিত্য দিনের। ২১ বছর সেখানে কাটিয়েছেন। প্রিয় বার্সেলোনা ছেড়ে প্যারিসে কেমন কাটছে মেসি ও তার পরিবারের? উত্তরে মেসি বলেন, ‘আমি আগেও বলেছি, এরকমটা হবে কখনও ভাবিনি। অনেক কিছুই বদলে গেছে। অবশ্য আমরা দ্রুতই মানিয়ে নিয়েছি। আমার ছেলেরা স্কুলে যাচ্ছে। জীবন-যাপনে তো কিছু পরিবর্তন এসেছেই। তবে আমরা প্যারিসে বেশ সুখেই আছি।’
লিওনেল মেসি সব সময় বলে এসেছেন, অবসরের পর বার্সেলোনায় ফিরে আসতে চান। প্রিয় ক্লাবকে এগিয়ে নেয়ার সঙ্গী হতে চান। সেই কথাটা বললেন আরো একবার। বার্সেলোনায় কোন ভূমিকায় ফিরে আসতে চান সেটাও বলেছেন মেসি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি সবসময়ই বলে এসেছি, আমি ক্লাবটাকে সাহায্য করতে ভালোবাসি। কোনো এক সময় টেকনিক্যাল সেক্রেটারি হতে চাই। আমি জানি না, সেটা বার্সেলোনাতে সম্ভব কিনা, নাকি অন্য কোথাও হবে।’