কাতার বিশ্বকাপে করিম বেনজেমা এবং ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের দ্বন্দ্ব নজরে আসে। চোট সারিয়ে উঠলেও বিশ্বকাপ খেলতে না পারায় কোচ দেশমকে দোষারোপ করেন বেনজেমা। সম্প্রতি রিয়াল মাদ্রিদ তারকার বিশ্বকাপ না খেলতে পারার ব্যাখ্যা দিয়েছেন দেশম। এবার ফরাসি কোচকে ‘মিথ্যুক’ ও ‘ভাঁড়’ বলে উল্লেখ করেছেন বেনজেমা।
২০২২-২৩ মৌসুমের শুরুতে চোটে পড়েন করিম বেনজেমা। ইনজুরির কারণে মিস করেন রিয়াল মাদ্রিদের একাধিক ম্যাচ। এরপর সুস্থ হয়ে ফ্রান্সের বিশ্বকাপ দলে যোগ দেন। আসর শুরুর আগে অনুশীলনে ফের উরুতে চোট পান বেনজেমা। ফ্রান্স বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই অবশ্য সুস্থ হয়ে ওঠেন ফরাসি তারকা। তবে সম্পূর্ণ ফিট থাকলেও বিশ্বকাপের বাকি অংশে খেলা হয়নি বেনজেমার।
তার এজেন্ট করিম যাজিরি অভিযোগ করেছিলেন, বেনজেমার চোট কতোটা গুরুতর, তা যাচাই না করেই তাকে বিদায় করেছিলেন কোচ দেশম।
ফরাসি দৈনিক লা প্যারিসিয়ানকে দেয়া দিদিয়ের দেশমের সাক্ষাৎকার প্রকাশিত হয় শুক্রবার। সেখানে ফরাসি কোচ বলেন, ‘১০ ডিসেম্বরের আগে ও অনুশীলনে ফিরতে পারত না। (চলে যাওয়ার দিন) ওর সঙ্গে আমি প্রায় ২০ মিনিট ছিলাম। চলে আসার সময় আমি বলেছি, ‘‘করিম, তাড়াহুড়োর কিছু নেই। চলে যাওয়ার বিষয়টি দলের ব্যবস্থাপকের সঙ্গে আলাপ করে নাও।’’ এরপর আমি ঘুম থেকে জেগে শুনি, সে চলে গেছে। এই যাওয়াটা ওর সিদ্ধান্ত ছিল।’
দেশমের সেই সাক্ষাৎকারের স্ক্রিনশট ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে বেনজেমা লিখেছেন, ‘কী লজ্জা!’, এর সঙ্গে একটি ভাঁড়ের ইমোজি দেয়া। পরে ফরাসি স্ন্যাপচাটার রিচিতে একটি ভিডিও পোস্ট করেন বেনজেমা। সেখানে এক ব্যক্তি বলছে, ‘মিথ্যুক, তুমি মিথ্যুক’। ক্যাপশনে বেনজেমা লিখেছেন, ‘সাধু দিদিয়ের… শুভ রাত্রি…’।