উইন্ডোজ পিসি, ম্যাক, আইওএস ও অ্যানড্রয়েড ডিভাইসের মধ্যে সেতুবন্ধ তৈরি করতে ‘ইউনিসন’ নামের একটি সফটওয়্যার উন্মোচন করেছে ইন্টেল। এই সফটওয়্যারের মাধ্যমে ফোন থেকে পিসিতে খুব সহজেই ছবি, ফাইল, ভিডিও ও ডকুমেন্ট শেয়ার করা যাবে। একবার এই সফটওয়্যার পিসি ও ফোনে ইনস্টল করার পর ফটো তুলে বা ভিডিও ধারণ করে তাৎক্ষণিকভাবে তা পিসিতে নিয়ে এডিট করা যাবে। এ ছাড়া পিসি থেকে টেক্সট মেসেজ বা ভয়েস কলও করা যাবে।
পিসিতে ফোনের নোটিফিকেশনও পাওয়া যাবে। তবে আইফোন ও অ্যানড্রয়েড ফোনে ইউনিসন সফটওয়্যার একইভাবে কাজ করবে না। অ্যাডভান্সড মেসেজিং ফিচার যেমন—মাল্টিপার্টি মেসেজিং শুধু অ্যানড্রয়েডেই পাওয়া যাবে। থার্ড পার্টি অ্যাপ থেকে নোটিফিকেশন আসার ক্ষেত্রেও ভিন্নতা লক্ষ করা যাবে। ইউনিসনসংবলিত ডিভাইস আসবে ২০২২ সালের শেষ ভাগে। সর্বপ্রথম এই সফটওয়্যার পাওয়া যাবে ইন্টেলের ইভো প্ল্যাটফরম সমর্থিত এসার, এইচপি ও লেনোভো ল্যাপটপে। সূত্র : টেক স্পট