Friday, June 9, 2023
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিফেসবুক গেমিং অ্যাপ বন্ধ হচ্ছে ২৮ অক্টোবর

ফেসবুক গেমিং অ্যাপ বন্ধ হচ্ছে ২৮ অক্টোবর

ফেসবুক গেমিং অ্যাপ বন্ধ করে দিচ্ছে মেটা। এ বিষয়ে ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠানো শুরু করেছে তারা। ইন-অ্যাপ নোটিফিকেশনে জানানো হচ্ছে, ২৮ অক্টোবরের পর থেকে আইওএস ও অ্যানড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি চালু বা ডাউনলোড করতে পারবেন না। তবে পুরোপুরি বন্ধ করার আগে ব্যবহারকারীদের সার্চসংক্রান্ত তথ্য  ডাউনলোড করার সুযোগ দিচ্ছে মেটা।

টুইচ, ইউটিউব ও মিক্সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০১৮ সালে ফেসবুকের মূল ওয়েবসাইটে গেম স্ট্রিমিং হাব চালু করে ফেসবুক। এরপর মাইক্রোসফটের লাইভ গেম স্ট্রিমিং প্ল্যাটফরম মিক্সার কেনে ফেসবুক। ২০২০ সালে ফোনের জন্যও আনে আলাদা অ্যাপ। আপাতত ফেসবুক গেমিং অ্যাপই শুধু বন্ধ হচ্ছে, ফেসবুক গেমের ওয়েবভিত্তিক সংস্করণ অনলাইনে বহালই থাকবে। ধারণা করা হচ্ছে, জনপ্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ব্যয় কমাতে ফেসবুক গেমিং অ্যাপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা।    সূত্র : দ্য ভার্জ

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments