Sunday, June 23, 2024
spot_img
Homeবিজ্ঞান ও প্রযুক্তিফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আপত্তিকর ছবি সরাবে মেটা

ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আপত্তিকর ছবি সরাবে মেটা

ফেসবুক আর ইনস্টাগ্রামের অন্যতম প্রধান সমস্যা ‘রিভেঞ্জ পর্ন’। এই সমস্যা কাটিয়ে উঠতে মেটা এনেছে ‘টেক ইট ডাউন’ নামের একটি টুল। কেউ যদি অন্য কোনো ব্যক্তির অন্তরঙ্গ বা গোপনীয় ছবি পোস্ট করতে চায় তাহলে মেটার এই টুল ঢাল হয়ে দাঁড়াবে। কেউ যদি আশঙ্কায় থাকে তাহলে নাম-পরিচয় গোপন রেখে ছবি বা ভিডিওর সঙ্গে হ্যাশ যুক্ত করতে পারবে। এই ছবি বা ভিডিও তাদের ডিভাইসেই থাকবে, কোথাও আপলোড করতে হবে না। এই হ্যাশ বা ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে কিশোর বয়সীদের ভিজিট করতে হবে TakeItDown.NCMEC.org ওয়েবসাইটে। সেখান থেকে সফটওয়্যারটি নিজের ডিভাইসে ইনস্টল করতে হবে। গোপনীয় ছবি কেউ ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করলে তা হ্যাশের সঙ্গে মিলে যাবে। আপাতত শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দারাই এই টুল ব্যবহার করতে পারবে।

 সূত্র : সিএনএন

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments