নিষেধাজ্ঞা কাটিয়ে ফেসবুক ও ইউটিউবে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনে জেতার পর নিজের ভাষণের একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি ফিরেছি।’ ভিডিওর শেষে লেখা ওঠে, ‘ট্রাম্প ২০২৪’। আগামী নির্বাচনের জন্য যে তিনি প্রস্তুত, তা ভিডিওটির মাধ্যমে স্পষ্ট করেন। ফেসবুক ও ইউটিউবে ফিরে ভিডিও পোস্ট করলেও টুইটারের ওপর তাঁর অভিমান এখনো কমেনি। অ্যাকাউন্ট ফিরে পেলেও এখন পর্যন্ত কোনো কিছু পোস্ট করেননি ট্রাম্প। ২০২১ সালের জানুয়ারি মাসে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করার দায়ে একযোগে সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বহিষ্কৃত হন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র : রয়টার্স