Monday, March 27, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAফের সিঁড়িতে হোঁচট খেলেন বাইডেন

ফের সিঁড়িতে হোঁচট খেলেন বাইডেন

ইন্দোনেশিয়ার বালিতে সিঁড়িতে ওঠার সময় আবারও হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে সামলে নেন। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাওয়া যেন জো বাইডেনের জন্য একটা নিয়মিত ব্যাপারই হয়ে দাঁড়াচ্ছে।

nagad-300-250

ইন্দোনেশিয়ার বালির তামান হুতান ম্যানগ্রোভ ফরেস্টে সম্প্রতি এক আয়োজনে এ ঘটনা ঘটে। 

এনডিটিভির খবরে বলা হয়, জি-২০ সম্মেলনে যোগ দিতে বালিতে গিয়ে সেখানেই সিঁড়ি দিয়ে ওঠার সময় পড়ে যাচ্ছিলেন তিনি। তবে সঙ্গে সঙ্গেই তাকে ধরে ধরে ফেলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাশাপাশি হাঁটছেন বাইডেন আর জোকো। এক পর্যায়ে সিঁড়ি শেষ হওয়া মাত্র হোঁচট খান বাইডেন, পাশে থাকা জোকোকে পেছন থেকে হাত দিয়ে ধরেন বাইডেন। জোকোও সঙ্গে সঙ্গে তাকে হাত দিয়ে ধরে ফেলেন।
 
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের ডেলওয়্যারে নিজের অবকাশকালীন বাড়ির কাছে সাইকেল থেকে পড়ে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের জন্ম দেন বাইডেন। তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাকে বিদ্রুপ করেন।

২০২০ সালের ডিসেম্বরে নিজের পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পড়ে পা ভেঙেছিলেন বাইডেন। চিকিৎসার পাশাপাশি সে সময় তাকে কয়েক সপ্তাহ মেডিকেল বুট পরে থাকতে হয়েছিল।

২০২১ সালের মার্চে বিমানে ওঠার সময় সিঁড়িতে তিনবার হোঁচট খান প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন ডিসি থেকে আটলান্টা যাওয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে উঠছিলেন তিনি। একপর্যায়ে বিমানটির সিঁড়িতে তিনবার হোঁচট খান।

#WATCH | US President Joe Biden stumbles at the stairs as Indonesian President Joko Widodo holds him during their visit to a Mangrove forest in Bali at #G20Summit2022 pic.twitter.com/5graKRK82K— ANI (@ANI) November 16, 2022

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments