Wednesday, December 6, 2023
spot_img
Homeবিনোদনফের বিয়ের পিঁড়িতে বসছেন তাসনুভা তিশা

ফের বিয়ের পিঁড়িতে বসছেন তাসনুভা তিশা

এক বছর প্রেম করে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। শনিবার পারিবারিক আয়োজনে তার বাগদান সম্পন্ন হয়। বিয়ে ২ ফেব্রুয়ারি।

তার হবু বর সৈয়দ প্রিন্স আসকার একটি এজেন্সিতে কর্মরত। ফেসবুকে আংটি পরানোর ছবি পোস্ট করেন তাসনুভা তিশা।
২০২০ সালের ডিসেম্বরে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে পরিচয় হয় তাসনুভা তিশার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।

বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি আমাদের আকদ (বিয়ে) হবে। এ সময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং আমার কাছের কিছু মানুষ উপস্থিত থাকবেন। এরপর বিবাহ পরবর্তী অনুষ্ঠানটা একই মাসে করব।

এটি তাসনুভা তিশার দ্বিতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ২০১৫ সালে তিনি ভালোবেসে বিয়ে করেন ফারজানুল হককে। চার বছরের মাথায় তিশার সেই সংসার ভেঙে যায়। ওই পরিবারে তিশার এক পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। তবে প্রিন্স আসকারের এটি প্রথম বিয়ে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments