রাশিয়া-ইউক্রেন ফের বন্দি বিনিময়ে সম্মত হয়েছে। ইউক্রেনের দক্ষিণ খেরাসন অঞ্চলে যুদ্ধরত দুই দেশ বন্দি বিনিময় করেছে।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তেজনাপূর্ণ চুক্তির পর আমরা তাদের সঙ্গে বন্দি বিনিময়ে সম্মত হয়েছি। পোসাদ-পোকরোভস্কোয়ি গ্রামে রাশিয়ার চার সেনার বিনময়ে ইউক্রেনের পাঁচ সেনা মুক্তি পেয়েছে।
এর আগে কিয়েভ আরও ৩০ বন্দি বিনিময়ের তথ্য জানায়। যুদ্ধ শুরুর পর এটা চতুর্থ বন্দি বিনিময়।
যুদ্ধ শুরুর পর গত ২২ মার্চ প্রথমবারের মতো বন্দি বিনিময় করে রাশিয়া ও ইউক্রেন। প্রথম দফায় রাশিয়ার নয় সেনাসদস্যকে মুক্তি দেয় ইউক্রেন।
এ ঘটনার পূর্বে ইউক্রেনের মেলিতপোল শহরের মেয়রকে আটক করে ছেড়ে দেয় রুশ বাহিনী। রুশ বাহিনীর হাতে বন্দি মেলিতপোলের মেয়রের বিনিময় রাশিয়ার নয় সেনাকে মুক্তি দেওয়া হয়।
সূত্র: আল জাজিরা