Monday, March 20, 2023
spot_img
Homeবিনোদনফের টিভি পর্দায় মতিউর রহমান চৌধুরী

ফের টিভি পর্দায় মতিউর রহমান চৌধুরী

করোনাকালে দীর্ঘ দুই বছরের অনুপস্থিতি। আজ রাত ১২টায়  চ্যানেল আইয়ের পর্দায় ফের দেখা যাবে সাংবাদিক, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে। ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানে অতিথির সঙ্গে তিনি আলোচনা করবেন সমকালীন নানা বিষয়ে। ২০০৫ সালের ৫ই আগস্ট। বাংলাদেশের টিভি অনুষ্ঠানের ইতিহাসে সংযোজন করেছিলেন এক নতুন ধারার। রাত ১২টায় তরতাজা সংবাদপত্র নিয়ে শুরু হয়েছিল সংবাদভিত্তিক টকশো। দিনের বেলায় যে সংবাদপত্র পৌঁছাবে পাঠকের হাতে, রাতেই তার ঘ্রাণ পাওয়া শুরু করেন অগণিত দর্শকশ্রোতা। মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় শুরু।এরপর টানা তিনি ছিলেন পর্দায়। সমাজ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা করেছেন উপস্থিত অতিথিদের সঙ্গে। বিশিষ্টজনেরাও মধ্যরাতের এ আয়োজনে শামিল হয়েছেন। করোনার কারণে দুই বছর বিরতি শেষে আজ আবার আজকের সংবাদপত্র অনুষ্ঠানে উপস্থাপকের চেয়ারে বসছেন মতিউর রহমান চৌধুরী।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments