স্বঘোষিত গো-রক্ষকদের তাণ্ডব এবার জম্মুতে। ২০ জন মিলে বেপরোয়া পেটাল মুহাম্মদ আসগর নামে এক মেষপালককে। ৪৮ বছরের আসগর গুজ্জর সম্প্রদায়ভুক্ত। রিয়াসি জেলার গারি গব্বর গ্রামের বাসিন্দা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। গুজ্জর সম্প্রদায়ের লোককে মারধর করায় সরব স্থানীয় সমাজকর্মীরা।
কয়েক দিন আগের ঘটনা। আসগরের চাষের জমিতে একপাল গরু ঢুকে ফসল নষ্ট করছিল। গরু তাড়াতে ছুটে আসে আসগরের ছেলে। বয়স ১৬। দেখেই তাদের ওপর চড়াও উত্তেজিত জনতা। তাদের অভিযোগ, গরুগুলোকে মেরে তাড়ানো হয়েছে। একটি গুরু চোট পেয়েছে। এ নিয়ে সালিশি সভা ডাকেন গ্রামপ্রধান। তলব করা হয় আসগরকে। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ফুফাত ভাই জাভেদকে নিয়ে আসগর আলোচনাসভায় হাজির হলে তুলকালাম শুরু হয়। স্বঘোষিত গো-রক্ষকেরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। চলতে থাকে কিল, চড়, ঘুসি। মাটিতে ফেলে মারধর করে। ঘটনার ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাস্থলে পুলিশও ছিল। কিন্তু মারধরের চোটে আসগরের জামা ছিঁড়ে না যাওয়া পর্যন্ত এগোয়নি। আসগর গোঙাতে শুরু করলে উন্মত্তদের আটকাতে এগোয় পুলিশ।
সূত্র : পূবের কলম