Sunday, October 1, 2023
spot_img
Homeবিনোদনফের কনের সাজে শ্রাবন্তী, নেটিজেনদের কটাক্ষ

ফের কনের সাজে শ্রাবন্তী, নেটিজেনদের কটাক্ষ

অভিনয় জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন টালিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ পর্যন্ত তিন বিয়ে করেছেন তিনি। কিন্তু টেকেনি একটি সংসারও। সম্প্রতি এ নায়িকাকে নববধূর সাজে দেখা গেছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শ্রাবন্তীর ওই ছবি দেখে নেটিজেনদের প্রশ্ন— তবে চতুর্থ বিয়েটা সেরে ফেললেন অভিনেত্রী। হয়েছেন কটাক্ষের শিকারও।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি গুলোতে দেখা যায়, কমলা ও রানি পিঙ্ক ডুয়েল টোনের সিল্ক, সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ ও গোলাপি ভেল পরেছেন শ্রাবন্তী। মাথায় শোলার মুকুট, পরনে সোনার গহনা, গালে কপালে চন্দনের কল্কা, বেশ মিষ্টিই দেখাচ্ছে অভিনেত্রীকে।

জানা গেছে, ভাইরাল হওয়া ছবিগুলো আসলে শ্রাবন্তীর ফটোশুটের। ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহার জন্য একটি ভিডিও শুট করেছেন নায়িকা।

তবু শ্রাবন্তীকে বিয়ের সাজে দেখে চটেছে একদল নেটিজেন। কেউ লিখেছেন— ‘চার নম্বর বিয়েটা হয়ে গেল নাকি? একজন লেখেন— ‘তুমিই পারবে প্রসেনজিৎ আঙ্কেলকে হারাতে, চার নম্বর বিয়েটা করেই নাও’। কেউ লিখেছেন— ‘ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এখন আবার বিয়ে!’ আবার কেউ লিখেছেন— ‘বিয়ের ফটো তোলা ছাড়া আর কোনো কাজ নেই না হাতে? মানসিক অবসাদের বহিঃপ্রকাশ।’

তবে বরাবরের মতো এবারও ট্রলারদের পাত্তা দিতে নারাজ নায়িকা। শ্রাবন্তী এখন ব্যস্ত, তার আগামী সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রচারে।

উল্লেখ্য, শ্রাবন্তীর প্রথম স্বামীর নাম রাজীব বিশ্বাস। তিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। দীর্ঘদিন প্রেমের পর ২০০৩ সালে তারা বিয়ে করেন। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই ঘরে ঝিনুক নামে একটি ছেলে সন্তান আছে শ্রাবন্তীর। সে এখন মায়ের সঙ্গে থাকে। ওই বছরই মডেল কৃষাণ বিরাজের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শ্রাবন্তী। এক বছরও টেকেনি এই সংসার। পরে ২০১৯ সালে রোশনকে বিয়ের এক বছর না যেতেই বিবাহবিচ্ছেদের মামলা করে বসেন এই নায়িকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments