Saturday, June 10, 2023
spot_img
Homeবিনোদনফের ঈদ নাটকে পড়শী

ফের ঈদ নাটকে পড়শী

সিনেমা, নাটক, বিজ্ঞাপন- সব জায়গাতেই কাজ করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শীর। গত ঈদে ‘মারিয়া ওয়ান পিস’ নাটক দিয়ে দর্শকদের সামনে আসেন তিনি। আরটিভিতে প্রচারিত এ নাটকে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ঋশি কৌশিকের বিপরীতে দেখা যায় পড়শীকে। এখানে ডানপিটে এক পড়শীকে আবিষ্কার করা গেছে। নাটকে পড়শীর অভিনয়ও প্রশংসিত হয়েছে। এবার আসছে ঈদের জন্য নতুন একটি নাটকে অভিনয় করেছেন তিনি। আর এখানে তিনি কাজ করেছেন চলতি সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের বিপরীতে।  নাটকের নাম ‘শাদী মোবারক’। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এটি একটি পারিবারিক নাটকীয়তার গল্প।

একজন প্রবাসীর দেশে ফেরা, বিয়ে এবং দাম্পত্যজীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে। ফারহান-পড়শী ছাড়াও ২০ জনের মতো শিল্পী এতে অভিনয় করছেন। নাটকটির শুটিং হয়েছে মাওয়াতে। আসন্ন ঈদে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি প্রকাশিত হবে। প্রচারিত হবে টেলিভিশনেও। পড়শী বলেন, বেশ ভালো একটি কাজ হয়েছে। নাটকটির গল্প চমৎকার। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। এ কারণেই কাজটি করা। গত ঈদে ডানপিটে পড়শীকে দেখেছেন ‘মারিয়া ওয়ান পিস’ নাটকে দর্শক। এবার ঠিক তার বিপরীত। মুশফিক আর ফারহান অসাধারণ একজন অভিনেতা। এই সময়ে তার অনেক কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার আশা করছি আমাদের জুটির এ নাটকটিও দর্শকদের ভালো লাগবে। অভিনয়ে নিয়মিত হবেন কিনা জানতে চাইলে পড়শী বলেন, ভালো কাজ হলে করতে আপত্তি নেই। তবে গল্প ও চরিত্র আমার সঙ্গে অবশ্যই যেতে হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments