১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনোভেশন সামিট। বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও রাইজ আপ ল্যাবসের যৌথ উদ্যোগে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সামিট।
১০টির বেশি ভিন্ন ভিন্ন সেশন এবং দুটি প্যানেল ডিসকাশনে এবারের আয়োজনে ২০ জনের বেশি দেশি ও আন্তর্জাতিক বক্তা উপস্থিত থাকবেন। অংশগ্রহণকারীরা এবারের সম্মেলন থেকে নানা প্রয়োজনীয় বিষয় যেমন—রোবটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেটাভার্স, ওয়েব ৩.০, স্কিল ডেভেলপমেন্ট, ক্যারিয়ার নির্দেশনা, বিজনেস গ্রোথ, চাকরির বাজারে নিজেকে প্রস্তুতকরণ এবং বাংলাদেশে উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এবারের সামিটে সহযোগী হিসেবে থাকছে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, রোবাস্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, স্টার কম্পিউটার সিস্টেম লিমিটেড, এমএমএস গ্লোবাল সার্ভিসেস। বিস্তারিত জানা যাবে এই লিংকে : https://bis.bif.org.bd/|