Monday, March 20, 2023
spot_img
Homeকমিউনিটি সংবাদ USAফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানার দুই কর্মকর্তা বহিষ্কার

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানার দুই কর্মকর্তা বহিষ্কার

ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) দুর্নীতির অভিযোগে নিজেদের দুই কর্মকর্তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। তারা হলেন সংগঠনটির ৩৫তম সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদ।

ফোবানার চেয়ারম্যান রেহান রেজা ও নির্বাহী সম্পাদক মাসুদ রব চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ খবর জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৭ মার্চ অনুষ্ঠিত ফোবানার নির্বাহী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩৫তম ফোবানার স্বাগতিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ এবং সম্মেলনের আহ্বায়ক জি আই রাসেল ও সদস্য সচিব শিব্বির আহমেদকে ফোবানার সাংবিধানিক ধারা লঙ্ঘন, অর্থনৈতিক অব্যবস্থাপনা ও দুর্নীতি এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে আজীবনের জন্য ফোবানার সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

এ ব্যাপারে জি আই রাসেলের বক্তব্য জানার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে বাংলাদেশে অবস্থানরত শিব্বির আহমেদ লিখিতভাবে জানান, ‘বহিষ্কারের আগে আমাকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা কিছু মনগড়া বানানো এবং সাজানো অভিযোগ উদ্দেশ্যমূলক আমার বিরুদ্ধে আনেন। আমি তার যথাযথ উত্তর দিই। কিন্তু আমার উত্তর আমলে না নিয়ে একটি অপরাধী চক্রকে খুশি করার জন্য বহিষ্কার করা হয় আমাকে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments