Sunday, December 10, 2023
spot_img
Homeআন্তর্জাতিকফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ

সোমবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট প্রকাশ করেছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর। 

বলা হয়েছে, ড্রাগ টেস্টে প্রধানমন্ত্রীর দেহে কোনো ধরনের মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। ফলাফল নেগেটিভ এসেছে। খবর রয়টার্সের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্টি করার ভিডিও ছড়িয়ে পরার পর কথা ওঠে প্রধানমন্ত্রী সানা মারিন হয়ত মাদক সেবন করেছিলেন। বিষয়টি পরিস্কার করতে ড্রাগ টেস্ট করান তিনি।

ড্রাগ টেস্টের ফলাফলের ব্যাপারে একটি বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর বলেছে, ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর ড্রাগ টেস্ট করানো হয়। এই টেস্টে কোনো মাদকের উপস্থিতি পাওয়া যায়নি।
 

এদিকে বৃহস্পতিবার সানা মারিনের পার্টি করার ভিডিও ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বন্ধুদের সঙ্গে উদ্যাম নৃত্য এবং গান গাইছেন। 

এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কা পুরা বলেন, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা। কারণ তাকে নিয়ে সন্দেহ আছে (তিনি হয়ত মাদক সেবন করেন)। 

এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করান ৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন।

ড্রাগ টেস্টের পর শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সানা মারিন বলেন, আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি।
 
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সানা মারিনের সঙ্গে নাচ-গানে যোগ দিয়েছেন সংসদ সদস্য ইমারি নুরমিনেন। তিনি মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য। তাছাড়া দেশটির বিখ্যাত ইউটিউবার, রেডিও ও টিভির উপস্থাপক/উপস্থাপিকারা ছিলেন। 
সূত্র: রয়টার্স

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments