Monday, December 11, 2023
spot_img
Homeবিনোদনফারিয়ার অন্যরকম অভিজ্ঞতা

ফারিয়ার অন্যরকম অভিজ্ঞতা

দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি কলকাতার ‘ভয়’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করলেন। এই ছবিতে তার নায়ক অঙ্কুশ। তৃতীয়বারের মতো তার সঙ্গে জুটি বাঁধলেন এপার বাংলার জনপ্রিয় এ নায়িকা। মূলত, ২০১৯ সালে শুরু হয় সিনেমাটির কাজ। পরে করোনা চলে আসায় থমকে যায় কাজ। তিন বছর বিরতির পর চলতি মাসে সিনেমাটির দৃশ্যধারণের কাজ পুনরায় শুরু হয়। শুটিং শেষ হলেও এখনো বাকি ডাবিং। এ সিনেমায় কাজ করতে গিয়ে নুসরাত ফারিয়ার অন্যরকম এক অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, অঙ্কুশের সঙ্গে আমার জুটি দর্শকের খুব পছন্দ।

আমার ক্যারিয়ার শুরু তার সঙ্গে। ‘আশিকী’ ও ‘বিবাহ অভিযান’ সিনেমার মতো ভালো সিনেমা হবে ‘ভয়’। এই ছবির গল্প আলাদা। কাজটা উপভোগ করেছি। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ছবিতে একজন সাধারণ বাঙালি মেয়ে হিসেবে দেখা যাবে। আমি একজন শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছি। অঙ্কুশ সাঁতারের প্রশিক্ষক। তার ছোট বোন বুদ্ধিপ্রতিবন্ধী, মা ক্যানসারে আক্রান্ত। বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে পড়াই আমি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments