বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রাণঘাতী কোভিড-১৯ মোকাবিলায় ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারে অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। আগামী সপ্তাহ থেকেই টিকাটি পাওয়া যাবে বলে আজ বুধবার জানিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককও। যুক্তরাজ্য সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এ তথ্য জানিয়েছে।
আজ বুধবার বরিস জনসনের সরকার বলেছে ‘ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা প্রয়োগে স্বতন্ত্র প্রতিষ্ঠান মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) অনুমোদন সম্বলিত সুপারিশ সরকার আজ গ্রহণ করা হয়েছে।’
ফাইজার/বায়োএনটেকের দাবি, তাদের উদ্ভাবিত করোনার টিকা যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ বলেছে, সর্বোচ্চ অগ্রাধিকার গোষ্ঠীর লোকজনকে আগামী দিন কয়েকের মধ্যে ফাইজার/বায়োএনটেকের টিকা দেওয়া যাবে। যুক্তরাজ্য ইতিমধ্যে চার কোটি ডোজ ফাইজার/বায়োএনটেকের টিকার ক্রয়াদেশ দিয়েছে।