কথা বলার পাশাপাশি হাত ও চোখও নাড়াতে পারে গুগলের তৈরি রোবটটি। ক্রেতাদের চাহিদামতো সোডা ও চিপসও বের করে দিতে পারে ড্রয়ার খুলে। বিভিন্ন কাজে পারদর্শী এই রোবট পাহারাদারের কাজও করতে পারে। হাত থেকে কোনো কিছু পড়ে গেলে ‘সরি’ বলার বদলে নিজেই জায়গাটা পরিষ্কারের জন্য হাতে তুলে নেয় স্পঞ্জ।
তবে এখনো রোবটটি বিক্রির জন্য প্রস্তুত নয় বলে জানিয়েছে গুগল। এটি তৈরি করেছে গুগলের রোবটিকস রিসার্চ স্পেস।
সূত্র : রয়টার্স