মেটালে তৈরি দানবীয় রোবট দিয়ে সব কাজ করা সম্ভব নয়। তাই রোবটের হাতের ওপর এবার যুক্ত হলো ত্বক। ইউনিভার্সিটি অব টোকিওর গকেষকরা ‘মেকানিক্যাল ফিঙ্গার’-এর ওপর এই ত্বক বসিয়েছেন। এটি কোনো সিনথেটিক স্কিন রেপ্লিকা নয়, বরং মানুষের ত্বকের কোষ দিয়ে বানানো।
ফলে কাটাছেঁড়া করা হলে সেটা আবার ঠিকও করা যাবে। রোবটকে আমাদের মতো একজন করে তুলতে ঘর্মগ্রন্থিও বানানো শুরু করেছেন গবেষকরা। রোবটকে মানুষের রূপ দিতে পারলে নার্সিং সেবায় কাজে লাগানো যাবে। সূত্র : ম্যাশেবল