পণ্য ঠেলে নিয়ে যেতে পুরোপুরিভাবে স্বয়ংক্রিয় রোবট ‘প্রোটিয়াস’ তৈরি করেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন। বিশাল বিশাল গুদাম ঘরে পণ্য ভর্তি ট্রলি সরানো যেকোনো মানুষের জন্য কষ্টকর। এই কষ্টের ভার একাই নিতে পারে প্রোটিয়াস রোবট। এগুলোকে দেখলে মনে হয় যেন চাকাওয়ালা ওয়েট মেশিনে হেডলাইট লাগানো।
ক্যামেরাসংবলিত কম্পিউটার ভিশন ও মেশিন লার্নিংয়ের সাহায্যে কাজ করে প্রোটিয়াস। এটি তৈরি করেছে অ্যামাজনের শাখা কম্পানি ‘কিভা’।