Wednesday, October 4, 2023
spot_img

ফটো ফিচার

শুকনা ভুট্টা ও সয়াবিন মজুদ করে রাখার গুদামে কাজ করা বেশ কষ্টকর। বিশেষ করে ধুলা ও গরমের জন্য কৃষকরা গুদামের ভেতরে কাজ করতে চান না। তাই সেখানে কাজ করার জন্য বিশেষ এক রোবট ‘গেইন উইভিল’ তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের নাবরাস্কার বাসিন্দা বেন জনসন ও জেন জেন্টস। ভুট্টা ও সয়াবিন ওপরের দিকে ছিটিয়ে দেয় রোবটটি।

এতে স্তূপ হয়ে থাকা ফসলের মধ্যে বাতাস ঢোকে। রোবটটি বানিয়ে সম্প্রতি তাঁরা আমেরিকান ফার্ম ব্যুরো ফেডারেশনের কাছ থেকে ৫০ হাজার ডলারের ইনোভেশন অ্যাওয়ার্ডও জিতে নিয়েছেন।                সূত্র : ম্যাশেবল

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments