অনেক সময় টিভি দেখতে দেখতে পানি খেতেও উঠতে ইচ্ছা করে না। তখন কি মনে হয়, কেউ এনে দিলে ভালো হতো? এমন আলসেমি পেয়ে বসলে ঘরে আনতে পারেন অ্যামাজনের তৈরি হাজার ডলারের রোবট ‘অ্যাস্ট্রো’। বাড়িতে কেউ না থাকলে ঘুরে ঘুরে সবখানে নজরদারিও করতে পারে এটি। ভিডিও চ্যাট করতে এটির মাথার ওপর বসানো আছে ১০ ইঞ্চি স্ক্রিন।
রোলিং রোবটটিকে দিয়ে ডেলিভারিম্যানের কাজও করাতে পারেন। দুই চাকার রোবটটি বাসাবাড়িতে ব্যবহারোপযোগী।
সূত্র : ম্যাশেবল