বিদ্যুতের ঝটকায় রোবটের ক্ষতি হতে পারে, তবে মানুষের মতো প্রাণ যাওয়ার আশঙ্কা নেই। তাই বৈদ্যুতিক তারের ত্রুটি সারাতে বিশাল আকারের হিউম্যানয়েড রোবট ব্যবহার করবে জাপানের রেলওয়ে কম্পানি ‘জে আর ওয়েস্ট’। ভাচ্যুয়াল রিয়েলিটি হেডসেটের মাধ্যমে রোবটটিকে চালানো হবে। ২০২৪ সালের মধ্যেই কাজে নেমে পড়বে নিপ্পন সিগন্যাল কম্পানি ও হিউম্যান মেশিনারি কম্পানির তৈরি করা রোবটটি।
সূত্র : ইন্টেরেস্টিং ইঞ্জিনিয়ারিং