সৃষ্টিশীল কাজ রোবটের দ্বারা সম্ভব নয়। তবে শিখিয়ে-পড়িয়ে দিলে নকল করার কাজটি খুব দ্রুত ও নিখুঁতভাবে করতে পারে এগুলো। আর তেমনটাই করতে পারে সুইডিশ টেকনোলজি কম্পানি এবিবির ‘পেইন্টিং রোবট’। চিত্রশিল্পীর আঁকা ছবিটির নকশা গাড়ির মধ্যে হুবহু ফুটিয়ে তুলতে রোবটটিতে আছে এক হাজার নজেল।