সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করছেন এমন এক রোবট, যা রিমোট কন্ট্রোল চালিত ডামি প্লেন তৈরিতে সাহায্য করতে পারে। ট্যাবে যন্ত্রাংশের নাম বাছাই করে দিলেই সেগুলো আনতে হাঁটা দেয় সাহায্যকারী রোবট। হাতে করে এনে দেওয়ার পর ছোট আরেকটি রোবট সেগুলো মানুষের দিকে এগিয়ে দেয়। এরপর একে একে সব যন্ত্রাংশ জোড়া দিয়ে বানানো হয় ডামি প্লেন।