থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে এ পর্যন্ত দালানকোঠা থেকে আস্ত সেতু পর্যন্ত তৈরি করা হয়েছে। এবার চীনের শেনজেনে পাঁচ হাজার ৫০০ স্কয়ার মিটারের বিশাল একটি পার্কের ল্যান্ডস্কেপিংয়ের কাজ করা হচ্ছে এটির মাধ্যমে। আর এই কাজে সাহায্য করার জন্য আছে কয়েকটি রোবট হাত। এগুলো ‘ডিজিটাল ডিজাইন মডেল’ অনুযায়ী থ্রিডি প্রিন্টিংয়ের মাধ্যমে পার্কের ল্যান্ডস্কেপিংয়ের কাজ করে থাকে।
পার্কটি তৈরি করছে চীনের অ্যাডভান্সড ইন্টেলিজেন্ট কনস্ট্রাকশন টেকনোলজি বা এআইসিটি। সূত্র : ম্যাশেবল