আসছে ১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার। টিপস্টার ডিজিটাল স্টেশন তাদের উইবো অ্যাকাউন্টে জানায়, শিগগিরই উৎপাদন শুরু হবে ১৫০ ওয়াটের চার্জারের। বর্তমানে ১২০ ওয়াটের চার্জার দিয়ে ২০ মিনিটে শতভাগ চার্জ দেওয়া যায়। ১৫০ ওয়াটের চার্জার এলে সময় আরো কমে আসবে। ১২৫ ওয়াট চার্জিং প্রযুক্তিটি ২০ মিনিটের মধ্যে চার হাজার ৫০০ এমএএইচ ব্যাটারির কোনো ফোনকে ফুল চার্জ করে দেয়। কিন্তু কম্পানিগুলো আরো দ্রুত চার্জিং প্রযুক্তি আনার কথা ভাবছে। সে ক্ষেত্রে নতুন ১৫০ ওয়াট চার্জিং সলিউশনটি ১২৫ ওয়াট চার্জিং প্রযুক্তির চেয়ে আরো কম সময়ে এবং বেশি স্পিডে ফোন চার্জ করবে। সূত্র : ফোন এরিনা।